অভিজিৎ চৌধুরী, মালদা: শনিবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। তার আগে ঝাড়পোছ করা হচ্ছে নেতাজির মূর্তি। কিন্তু একি! মূর্তি পরিষ্কারের জন্য ব্যবহার করা হচ্ছে তৃণমূলের পতাকা! বৃহস্পতিবার সাত সকালে মালদার ইংরেজবাজারের নেতাজি মোড়ে, এই দৃশ্য দেখে হতবাক অনেকেই।
তৃণমূলের পতাকা সাবান জলে চুবিয়ে নেতাজির মূর্তি পরিষ্কার করলেন পুরসভার সাফাই কর্মীরা। কিন্তু কেন এরকম কাজ করা হল? আজব সাফাই দিলেন এক সাফাইকর্মী।
ইংরেজবাজার পুরসভা এক সাফাইকর্মীর মতে, ‘‘এটা যে দলের পতাকা বুঝতে পারিনি৷’’
নিজেদের দলের পতাকা অসম্মানিত হচ্ছে, অথচ কার্যত সাফাইকর্মীর পাশেই দাঁড়ালেন পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা।
তৃণমূল নেতা ও ইংরেজবাজার পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য, বাবলা সরকার জানান, ‘‘ আমাদের পুরসভার কর্মী নয় ওরা, পতাকা হয়তো বুঝতে পারেনি, তাই ওটা দিয়ে পরিষ্কার করেছে ৷’’
এই ঘটনায় তৃণমূলের সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। মালদার বিজেপি সভাপতি গোবিন্দ মণ্ডল জানান, ‘‘তৃণমূল যারা করছে তারা আদতে শিষ্টাচার জানে কিনা সন্দেহ, কীভাবে তৃণমূলের পতাকা দিয়ে পরিষ্কার করছে? দলটা কোথায় গিয়েছে, দলের পতাকাকেও সম্মান জানাচ্ছে না ওরা! ’’
প্রতিটি দলের কাছেই তাদের পতাকা গর্বের, সম্মানের প্রতীক। সেখানে কীভাবে তৃণমূলের পতাকা মূর্তি পরিষ্কারের কাজে ব্যবহার করা হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
তৃণমূলের পতাকা দিয়ে নেতাজির মূর্তি পরিষ্কার! ‘বুঝতে পারিনি...’ সাফাই পুরসভাকর্মীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2021 06:11 PM (IST)
তৃণমূলের পতাকা সাবান জলে চুবিয়ে নেতাজির মূর্তি পরিষ্কার করলেন পুরসভার সাফাই কর্মীরা। কিন্তু কেন এরকম কাজ করা হল? আজব সাফাই দিলেন এক সাফাইকর্মী।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -