অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগানের মালিকদের সঙ্গে তৃণমূল নেতাদের কাটমানির সম্পর্ক রয়েছে। এমনটাই অভিযোগ করলেন সায়ন্তন বসু। তাঁদের সঙ্গে নয়, আঁতাঁত রয়েছে বিজেপির সঙ্গেই। পাল্টা জবাব দিয়েছেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। রাজ্যের চা বাগান শ্রমিকদের দুর্দশার অভিযোগ তুলে বিভিন্ন সময়ে সরব হয়েছে বিভিন্ন দল। কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একাধিকবার আক্রমণ শানিয়েছে তৃণমূল। পাল্টা রাজ্যের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে বিজেপির।


আর এই আবহে এবার চা বাগান মালিকদের সঙ্গে তৃণমূল নেতাদের কাটমানির সম্পর্কের অভিযোগ তুললেন সায়ন্তন বসু। তাদের বিরুদ্ধে এই অভিযোগ ধেয়ে আসতেই, পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।


আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘সায়ন্তন বসু চা বাগানের আইন সম্পর্কে জানেন না, চা বাগানের পুরো দায়িত্ব কেন্দ্রের, বাগানের লাইসেন্স দেয় কেন্দ্র, ফলে কাটমানি তারাই খায় ৷’’ তিনি আরও বলেন, ‘‘ন্যূনতম মজুরি অনেক বাড়ানো হয়েছে, যা অসমেও নেই, সায়ন্তনদের বুকের পাটা থাকলে কেন্দ্রীয় সরকারের বেতনের হারে মজুরি দিক ৷ ’’


চা বাগান শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ইতিমধ্যেই আলিপুরদুয়ারে জেলাশাসকের দফতরে অভিযান করেছে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতার কারণে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত শ্রমিকরা।


সামনেই বিধানসভা ভোট। আর ভোট এলেই চা বাগান শ্রমিকদের নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়ে যায় দড়ি টানাটানি। অন্যথা হল না এবারও।