করুণাময় সিংহ, মালদা : যুবককে থানায় ডেকে মারধর, প্রাণনাশের এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠল পুলিশের সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ায়। অভিযোগ উঠেছে রতুয়া থানার কর্তব্যরত সাব ইনস্পেক্টর রেজাউল করিমের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার।


মীর রাজু আলি নামে রতুয়া এলাকার বাসিন্দা এবং সেখানকারই বিডিও অফিসের অস্থায়ী কর্মী। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বহুদিন ধরেই তাঁর বিবাদ চলছে। শুধু তাই নয়, মীর রাজু আলি নামে ওই ব্যক্তির জমি সংক্রান্ত বিষয়টির মামলাও চলছে উচ্চ-আদালতে। ঘটনা প্রসঙ্গে ওই ব্যক্তির অভিযোগ যে, জমি সংক্রান্ত মামলায় তাঁর বিরোধী পক্ষের হয়ে কাজ করছে পুলিশ। সেই বিষয়ই থানায় ডেকে পাঠানো হয় তাঁকে। জমির কাগজপত্র নিয়ে তিনি থানায় গেলে, সেখানে কর্তব্যরত সাব-ইনস্পেক্টর তাঁকে মারধর করেন বলেই অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ তাঁকে প্রাণনাশেরও হুমকি দেন। এখানেই শেষ নয়। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকিও নাকি দিয়েছেন কর্তব্যরত পুলিশ অফিসার রেজাউল করিম। এমনটাই অভিযোগ মীর আলি রাজুর। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। তাঁরা জানাচ্ছেন, যাঁদের নিরাপত্তা দেওয়ার কথা, তাঁরাই উল্টে প্রাণনাশ এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই ঘটনার পরই তিনি মালদার জেলা পুলিশ সুপারের কাছে সাব ইনস্পেক্টর রেজাউল করিমের নামে অভিযোগ দায়ের করেন। 


পুলিশ সূত্রে খবর, এমন ঘটনা কখনওই কাম্য নয়। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া এই ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন যে, কেন ওই পুলিশকর্মী এমন ব্যবহার করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে কর্তব্যরত সাব ইনস্পেক্টর রেজাউল করিমকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি। ঘটনা কি সত্যি, যদি সত্যি হয়, তাহলে কেন এমন করলেন অভিযুক্ত পুলিশ সাব-ইন্সপেক্টর, গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।