অভিজিৎ চৌধুরী, মালদা : আজ স্বামী বিবেকানন্দর (Swmi Vivekananda) ১৬০তম জন্মদিন। আজ সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে পালন করা হয় বিশেষ অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতরে ভক্তদের প্রবেশ নিষেধ। বেলুড়মঠেও করোনা পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না। বেলুড়মঠের (Belur Math) ওয়েবসাইটে দেখানো হয় অনুষ্ঠান। কাটছাঁট মালদা রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানেও। 


 স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন পালন করা হল চিরাচরিত রীতি মেনেই। তবে পদে পদে মেনে চলা হয় কোভিড বিধি। মাস্ক পরে স্বামী বিবেকানন্দের  মূর্তিতে মাল্যদান করেন মঠাধক্ষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
 ১২ জানুয়ারি বুধবার সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রভাতফেরী সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে মালদা রামকৃষ্ণ মিশন। উপস্থিত ছিলেন, জেলা শাসক রাজর্ষি মিত্র।


আরও পড়ুন :


'তরুণদের দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করেছিলেন', জন্মদিনে বিবেকানন্দ-স্মরণ মোদির


রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহরানন্দ, ইংরেজবাজারের পুরপ্রশাসক সুমালা আগরওয়াল, সহ-প্রশাসক চৈতালি সরকার ও অন্যান্য বিশিষ্টজনেরা হাজির ছিলেন। এবছর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ জানায়, কোভিড বিধি মেনে রামকৃষ্ণ মিশন থেকে স্বামীজীর মূর্তি পর্যন্ত ছোট্ট একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, স্বামীজি এবং কয়েকজন পড়ুয়া। এরপর স্বামীজীর  মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। স্বামীজির জন্মদিন উপলক্ষে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করার কথাও জানান তারা।


সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। তাই এই পরিস্থিতিতে সমস্ত উৎসব বন্ধ রাখা হয়েছে। 


কলকাতায় আজ সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে পালন করা হয় বিশেষ অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতরে ভক্তদের প্রবেশ নিষেধ। তাঁদের জন্য বাইরেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর, এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।  এই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।