করুণাময় সিংহ, মালদা: চোর সন্দেহে মালদার রতুয়ায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মারধরে আহত এক যুবক ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযোগ, গত ১০ দিন ধরে এলাকায় চুরি হচ্ছে একের পর এক।গভীর রাতে আমবাগানে তিন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে, সন্দেহ হয় গ্রামবাসীদের।শুধুমাত্র সেই সন্দেহের বশে, এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল মালদার রতুয়া থানার পশ্চিম দেবীপুরে।আহত অবস্থায় মালদা মেডিক্যালে ভর্তি এক যুবক। পলাতক আরও জন।
পুলিশ সূত্রে খবর,শুক্রবার গভীর রাতে চোর সন্দেহে মারধরের খবর পেয়ে পশ্চিম দেবীপুর যান তাঁরা।আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যান।মৃত্যু হয় শেখ ঘিসু নামে এক যুবকের। চিকিত্সা চলছে এক যুবকের। চুরির অভিযোগ অস্বীকার করেছেন আহত যুবক। তিনি বলেছেন, আমরা বাগানে দাঁড়িয়ে গল্প করছিলাম। গ্রামবাসী আচমকা হামলা করে। আমরা চুরি করতে যাইনি।
স্থানীয় এক গ্রামবাসীর দাবি, ১০ দিন ধরে গ্রামে চুরি হচ্ছে। তিন জনকে রাতে আমবাগানে দেখে চোর বলে সন্দেহ হয়। আমরা ধরে এনে পুলিশের হাতে তুলে দিই। অল্প একটু মারধর করা হয়েছিল।
এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।মালদার পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানিয়েছেন, ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের খোজে তল্লাশি চলছে।
এদিকে, নদিয়ার চাপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতগাছি গ্রামে এক তরুণের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে বাড়ি থেকে বের হন ওই তরুণ। সকালে মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান।খালের জলে ভাসছে তরুণের মৃতদেহ। শনিবার সাত সকালে এই দৃশ্য দেখে চমকে ওঠেন নদিয়ার চাপড়ার ভাতগাছির বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে গুলি করে খুন বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আশিক হালসানা।ভাতগাছি গ্রামেরই বাসিন্দা।
পরিবারের সূত্রে দাবি,শুক্রবার রাতে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি। স্থানীয় সূত্রে খবর, ভিনরাজ্যে কাজ করতেন তরুণ। গত বছর লকডাউনে গ্রামে ফেরেন। সম্প্রতি অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে খবর।কী কারণে খুন? তদন্ত শুরু করেছে পুলিশ।