মালদা: তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে বিহারের বক্সার। বিভিন্ন প্রান্তে গণধর্ষণ করে খুনের ঘটনায় যখন তোলপাড় দেশ... তখনই মালদার ইংরেজবাজারে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবতীর অগ্নিদগ্ধ দেহ।
গ্রামবাসীদের দাবি, বৃহস্পতিবার সকালে ধানতলা এলাকায়, আমবাগানের ভিতরে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে।এবিষয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও পুলিশ জানিয়েছে, মৃতার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে।মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি দেশলাই কাঠি।
মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যে তথ্যপ্রমাণ পড়ে রয়েছে, সেগুলি উদ্ধার করে পরীক্ষা করা হবে।
মৃতার পরিচয় জানা না গেলেও, মৃতদেহ দেখে পুলিশের অনুমান, তাঁর বয়স হবে ২৫ থেকে ৩০ বছর।
ডিএসপি (সদর), মালদা প্রশান্ত দেবনাথ বলেছেন, গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেরোসিন ঢেলে জ্বালানো হয়েছে। এখানেই খুন করা হয়েছে, নাকি অন্য জায়গায় খুন করে এনে ওই জায়গায় পোড়ানো হয়েছে, তা খোঁজ করে দেখা হচ্ছে।
হায়দরাবাদ, বক্সারের মতো মালদাতেও কি খুনের আগে যুবতীকে ধর্ষণ করা হয়েছে? পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে সবকিছু।
ইংরেজবাজারে আমবাগানে উদ্ধার যুবতীর অগ্নিদগ্ধ দেহ, গোপনাঙ্গে আঘাতের চিহ্ন, জানাল পুলিশ, ধর্ষণ করে খুন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2019 06:47 PM (IST)
তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে বিহারের বক্সার। বিভিন্ন প্রান্তে গণধর্ষণ করে খুনের ঘটনায় যখন তোলপাড় দেশ... তখনই মালদার ইংরেজবাজারে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবতীর অগ্নিদগ্ধ দেহ।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -