মালদা: দুর্নীতি-ইস্যুতে ফের বাকযুদ্ধে তৃণমূল ও বিজেপি।
এদিন মালদার সভা থেকে বিজেপির বিরুদ্ধ সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ওরা তৃণমূলের কাউকে জেলে পাঠালে ওদের এক লক্ষ লোককে মানুষ জেলে পাঠাবে। পাল্টা কটাক্ষ করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। বিজেপির সাধারণ সম্পাদক বলেন, একজন আমায় বলল দিদি বলছেন, এক লক্ষ বিজেপি কর্মীকে জেলে পাঠাবে। দিদি আপনার লোকজন দুর্নীতিতে যুক্ত। আমাদের কর্মীরা সৎ।
এদিন শিশুচুরির প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, বেশি বাড়বেন না। আপনাদের নামেও অনেক মামলা আছে। শিশুচুরি নিয়ে চাইলে আমরাও ধরতে পারি। পাল্টা চিটফান্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কৈলাশও। মমতাজির মন্ত্রীরা একে একে জেলে যাবে। যারা গরীব মানুষের টাকা খেয়েছেন, তাঁদের জেলে যেতে হবে।
কিন্তু, কে কাকে গ্রেফতার করবে, এটা বলার কৈলাস বিজয়বর্গীয় কে? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কৈলাস কে? ভগবান? সিবিআই ডিরেক্টর? প্রধানমন্ত্রী কি ওর কানে কানে বলেছেন। তৃণমূল দুর্বল নয়। আমি নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, বলছে সিবিআই করে দেব।
নারদ-স্টিং নিয়ে মুকুল-শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন মমতা। বলেছেন, শুভেন্দু-মুকুল অবস্থাপন্ন ঘরের ছেলে। নারদার এক লাখ টাকা নেওয়ার দরকার ওদের নেই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিজেপির ১ লক্ষ লোক জেলে ঢুকবে, পাল্টা ‘হুঁশিয়ারি’ মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2017 02:33 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -