আশাবুল হোসেন, ফালাকাটা: বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ ফিরে পেতে মরিয়া তৃণমূল। আজ, মঙ্গলবার ফালাকাটার অনুষ্ঠান থেকে আদিবাসীদের মন জয়ের চেষ্টা করেন তৃণমূলনেত্রী। পাল্টা বিজেপির দাবি, উত্তরবঙ্গে শক্তিশালী তাঁরাই।
বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ পুনর্দখলে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টির মধ্যে ৭টি আসনই দখল করেছে বিজেপি।
তৃণমূলের হাত খালি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপির ৩৭টি এবং তৃণমূল ১৩টি আসনে এগিয়ে ৷ এই প্রেক্ষাপটেই ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের হাতে তুলে দেন উপহার সামগ্রী। আলিপুরদুয়ারের ২৫ শতাংশ বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ের।
২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ১৬টি বিধানসভার মধ্যে ১৩টিতেই এগিয়ে বিজেপি। ৩টিতে তৃণমূল।
এই পরিস্থিতিতে এদিন তৃণমূলনেত্রীর মূল লক্ষ্য ছিল আদিবাসীদের মন জয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমি কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছি, আদিবাসীদের সারনা-সারি ধর্মকে যেন স্বীকৃতি দেওয়া হয়। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করেছি। রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। বীরসার জন্মদিনে ছুটি দিয়েছি। ফালাকাটা মিউনিসিপ্যালিটি ঘোষণা করেছি। ময়নাগুড়িতেও নতুন মিউনিসিপ্যালিটি হচ্ছে।’’
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এর পাল্টা জানান, ‘‘চিঠি যখন পাঠিয়েছেন তো আগে বলেননি কেন? এখন ভোটের আগে কেন? পুরসভাগুলোর কেমন অবস্থা নিজেরা দেখেছে? দু-একটা ইউনিভার্সিটির তো শুধু নামকরণ করেছে।’’
মতুয়া-গোর্খা থেকে সংখ্যালঘু-আদিবাসী ৷ বিধানসভা ভোটের আগে বিভিন্ন সম্প্রদায়ের ভোট টানতে তৃণমূল-বিজেপির মধ্যে প্রতিযোগিতা চরমে।