সুমন ঘড়াই, হাওড়া : উচ্চ মাধ্যমিকের কয়েক মাস আগে ট্যাব কিনতে পড়ুয়াদের টাকা দেওয়া শুরু করল রাজ্য। ১০ হাজার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৯ লক্ষ পড়ুয়াকে এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে ট্যাব কেনার টাকা। বিরোধীদের অভিযোগ, ট্যাব বিলি করে ভোটের আগে প্রলোভন দেখাচ্ছে রাজ্য সরকার।
১৫ জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব কিনতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।
৯ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব কেনার টাকা, ১ সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা পড়ে যাবে বলে বৃহস্পতিবার নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেউ যাতে কোনওভাবে বাদ না পড়ে তা দেখতে হবে, কেউ বাদ পড়লে স্কুলের কাছে জানাতে হবে।’
প্রথমে পড়ুয়াদের ট্যাব কিনে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬ টি মাদ্রাসার মোট সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল সরকার। করোনা আবহে স্কুলে গিয়ে ক্লাস করা অসম্ভব। সবার কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার সামর্থ্য নেই। তাই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত।
পরে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘তোমরা পড়াশোনা করো, আমরা পাশে আছি। যে যেখানেই যাই না কেন, আমাদের অস্তিত্ব মনে রাখতে হবে। কোনও রকম সাহায্যে লাগতে পারলে, আগামীদিনে আরও ভাবব।’
রাজ্যের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। যদিও ভোটের মুখে দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্তের পিছনে রাজনীতি দেখছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘ভোটের আগে প্রলোভন দিচ্ছে রাজ্য সরকার, মানুষ এসবে ভুলবে না।’
এদিনের ভার্চুয়াল বৈঠকে পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী। যে সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee on Online Education: দেওয়া শুরু ১০ হাজার টাকা, ৯ লক্ষ পড়ুয়া পাবেন এক সপ্তাহের মধ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2021 08:10 PM (IST)
১৫ জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব কিনতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -