ধার করে ঠাকুরের মিষ্টি কিনেছি! কটাক্ষ মমতার, নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
ABP Ananda, web desk | 09 Nov 2016 06:34 PM (IST)
কলকাতা: ৫০০-১০০০ টাকার নোট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নরেন্দ্র মোদী সরকার। মমতার অভিযোগ, কালো টাকা উদ্ধার করতে পারেনি কেন্দ্র। সেজন্য নজর ঘোরানোর চেষ্টা চলছে। বিদেশ থেকে কত কালো টাকা উদ্ধার হয়েছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ব্যাঙ্ক থেকেও মিলছে দু'নম্বরী টাকা। মানুষ তাহলে যাবে কোথায়? কী করবে? পুজোয় ঠাকুরের জন্য ধারে মিষ্টি কিনতে হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় গিয়ে মন্তব্য মমতার। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তের ফলে চতুর্দিকে বিপর্যয় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তিনি তড়িঘড়ি নেওয়া এই সিদ্ধান্ত প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন। মমতা বলেছেন, মানুষকে দুর্ভোগের হাত থেকে বাঁচান। রাস্তাঘাট বন্ধ, বাজার বন্ধ, বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ অসুবিধার মুখে পড়েছেন। সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি’। আরও পড়ুন- মোদীর ‘তুঘলকি সিদ্ধান্তে’ সরব মমতা মমতা বলেছেন, যাঁরা একেবারেই গরিব এবং মধ্যবিত্তরা কান্নাকাটি করতেন। এটা অনেকটা অঘোষিত ভারত বন্ধের মতো। যারা প্রচুর পরিমাণ কালো টাকা মজুত রেখেছে তাদের তো রক্ষা করা হবে। তিনি নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, নোট বাতিলের প্ল্যান অব অ্যাকশন তৈরি করে তার সঠিক প্রয়োগের দরকার ছিল।