কলকাতা: নরেন্দ্র মোদীর ভাষণের তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর এদিনের সন্ধ্যার ভাষণ শেষ হওয়ার পর দফায় দফায় ট্যুইট করে ক্ষোভ জানান মুখ্যমন্ত্রী। বলেন, এটা ওনার প্রাক-বাজেট ভাষণ। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী কালো টাকা, বিমুদ্রাকরণের মূল এজেন্ডা থেকেই সরে গিয়েছেন বলে অভিমত জানিয়েছেন তিনি।
মোদীর ভাষণকে প্রাণহীন, ভিত্তিহীন বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, উনি ৫০ দিন সময় চেয়েছিলেন সমস্যা মেটাতে। কিন্তু নিদারুণ ব্যর্থ হয়েছেন। সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার মোদী কেড়ে নিয়েছেন বলে অভিযোগ করে মমতা বলেন, নোট বাতিল সংক্রান্ত হিসাব কোথায় গেল, কত কালো টাকা বেরল? ৫০ দিনের চরম কষ্ট, যন্ত্রণার পর দেশের কী লাভ হল, প্রশ্ন করেছেন মমতা। ২০১৭ সালে বিমুদ্রকরণের অবসান ঘটবে, বি-মোদীকরণের সূচনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নতুন বছরে ১২৫ কোটি ভারতবাসীর এটাই শপথ হওয়া উচিত। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, বলছেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ, আসলে র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন। দেশবাসীকে ভাষণ দেওয়ার নামে ব্যক্তিগত এজেন্ডা পূরণ করছেন।