কলকাতা: রাজ্যে কমছে করোনা সংক্রমণ। সেই কারণেই বেসরকারি হাসপাতালের প্রায় সাড়ে ৭০০ কোভিড বেড ফেরাচ্ছে রাজ্য সরকার।


প্রথম পর্যায়ে ফেরানো হল ১৩টি বেসরকারি হাসপাতালের ৭৪৮টি বেড। এর মধ্যে ৯১টি সিসিইউ ও ৬৩টি এইচডিইউ বেড রয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি হয়েছে।


তবে পরিস্থিতি ফের জটিল হলে, ৩ দিনের নোটিসে ফের অধিগ্রহণ করা হবে বেসরকারি হাসপাতালের কোভিড বেড। নির্দেশিকা জারি করে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর।


যদিও রাজ্য সরকারের বুলেটিন উল্টো কথাই বলছে। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় বেড়ে ফের ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ হাজার ২৮৯। সোমবার সংখ্যাটা ছিল ১ হাজার ৮৩৪। রবিবার দৈনিক করোনা আক্রান্ত হন ২ হাজার ৫৮০ জন।


স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। সোমবার সংখ্যাটা ছিল ৪৩। রবিবার ৪৭।


রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৫২৩ জন। ৫০৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়।


রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১৩।


স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ২৫ হাজার ৯১৮। এখনও অবধি মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৫ জনের।


গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৫ জন। মোট সুস্থ ৪ লক্ষ ৯৬ হাজার ১১০। সুস্থতার হার বেড়ে ৯৪ দশমিক তিন তিন শতাংশ।