শুরুতেই সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি, ঘোষণা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2016 04:16 PM (IST)
কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়েই সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত, ব্যান্ড পে’র ১০ শতাংশ বেতন বাড়বে। কার্যকর পয়লা জুলাই থেকে। বকেয়া মহার্ঘভাতা নিয়ে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে কয়েক মাস আগে, সরকারি কর্মীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গড়েছেন ষষ্ঠ বেতন কমিশন। তাদের সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন হিসেবে ব্যান্ড পে’র ১০ শতাংশ বেতন বৃদ্ধি করা হল। শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এ দিন নবান্নয় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে সিদ্ধান্ত হয়, উন্নয়নের রাস্তাতে এগোনোই হবে এই সরকারের প্রধান লক্ষ্য। জোর দেওয়া হবে, কর্মসংস্থান তৈরি, এবং জীবনযাপনের মানোন্নয়নে।