কলকাতা: জেভিয়ার্স মডেলেই অনুমোদন সরকারের। এ বছর থেকেই, কলেজে কলেজে নয়া মডেলে ছাত্র সংসদ নির্বাচন। ২-৪ দিনের মধ্যেই বিজ্ঞপ্তি। জানালেন শিক্ষামন্ত্রী।
সরকারি সূত্রের খবর, বিজ্ঞপ্তির খসড়ায় সই করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, এ বছর থেকেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জেভিয়ার্স, লেডি ব্র্যাবোর্ন মডেল ফলো করতে। এ বছর থেকেই কলেজে কলেজে শুরু হবে। আমি অনুমদোন দিয়ে দিয়েছি। ২-৪ দিনের মধ্যেই বিজ্ঞপ্তি বের হবে।
এবিপি আনন্দের স্টুডিওয় এসে প্রথমে ইঙ্গিতটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেন্ট জেভিয়ার্সের আইডিয়াটা গুড। মডেলটা গুড। সেন্ট জেভিয়ার্সের কায়দায় যদি বোর্ড করে। পার্থকে বলব। ভেবে দেখব। সেন্ট জেভিয়ার্সে গভর্নিং বোর্ড করে দেয়। কলেজে কলেজে সোশ্যাল, ফ্রেশার্সের টাকা নিয়ে গণ্ডগোল হয়। সেন্ট জেভিয়ার্সের মডেল ভাল।
মুখ্যমন্ত্রী জেভিয়ার্স মডেলের প্রশংসা করার পরই এ নিয়ে জোর চর্চা শুরু হয়। শেষমেশ সেই সেন্ট জেভিয়ার্স মডেলেই অনুমোদন দিল সরকার। সরকারি সূত্রে খবর, নতুন মডেলে ছাত্র সংসদের সভাপতি হবেন একজন শিক্ষক। কোষাধ্যক্ষ পদেও থাকবেন একজন শিক্ষক। বড় কলেজে ১০ জন সদস্য নিয়ে তৈরি হবে ছাত্র সংসদ। ছোট কলেজের ছাত্র সংসদ হবে ৭ জন সদস্যের। উপস্থিতি হার ৬০ শতাংশ না হলে ছাত্র সংসদের ভোটে দাঁড়ানো যাবে না। কেউ ২ বারের বেশি সাধারণ সম্পাদক হতে পারবেন না। কোনও পড়ুয়া অভিযুক্ত বা শাস্তিপ্রাপ্ত হলে ভোটে দাঁড়াতে পারবেন না। অনুত্তীর্ণ ছাত্ররা ভোটে দাঁড়াতে পারবেন না।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, বিধানসভায় আগেই বিল পাস হয়েছে। টাকা পয়সার দায় অধ্যাপকদের হাতেই ছাড়ছি। কারণ, ছাত্র সংসদ নানা সময়ে টাকা নেয় বলে অভিযোগ আসে। উচ্চমাধ্যমিক, আইএসসি, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর কলেজে কলেজে ভর্তি পর্ব শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার চাইছে যাঁরা প্রথম বর্ষে ভর্তি হবেন, তাঁদের কাছে এই নতুন মডেলের ধারণা পৌঁছে দিতে। যাতে, ৬০ শতাংশ উপস্থিতির মতো বিষয়গুলি নিশ্চিত করা যায়।
এ বছর থেকেই কলেজগুলিতে জেভিয়ার্স মডেলে ছাত্র সংসদ নির্বাচন, অনুমোদন রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2017 10:48 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -