উত্তর ২৪ পরগনা: বনগাঁ গোপালনগরে আজ জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বনগাঁ লোকসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ফেরানোই লক্ষ্য তৃণমূলের। গত লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি।
মতুয়া ভোটের বড় অংশ বিজেপি পাওয়ায় এই কেন্দ্রে পিছিয়ে পড়ে তৃণমূল। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্রে দাঁড়িয়েই আজ বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে রানিগঞ্জে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। ভোটের সময় টাকা দিতে বাইরে থেকে গুণ্ডারা আসবে। নাম না নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি।
তৃণমূলনেত্রী বলেন, ‘‘ভোটের সময় দেখবেন বাইরের অনেক গুন্ডারা আসবে। টাকা নিয়ে আসবে। আপনাদের টাকা দেবে। কিন্তু ৫০০০ টাকা দিয়ে কি সংসার চলবে? সারা বছর চলবে? ওরা কিন্তু ভোট হয়ে গেলে পালিয়ে যাবে। আপনাদের বোকা বানিয়ে চলে যাবে দিল্লিতে। আমি মনে করি, টাকা দিয়ে বাংলার মানুষকে কেনা যায় না।’’
সিএএ-এনআরসি নিয়ে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিজেপির লড়াই চলছে। এই প্রেক্ষাপটে মমতা মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের একটি চিঠির উল্লেখ করে চাঞ্চল্যকর দাবি করেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মমতা মন্ত্রিসভার প্রাক্তন সদস্য উপেন বিশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গে সত্ত্বর সিএএ লাগুর দাবি জানিয়েন। বিষয়টি একটি উল্লেখযোগ্য ঘটনা। এই বিষয়টিতে বিজেপির তরফে স্বাগত জানানো হয়েছে।
মঙ্গলবার রানিগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা থেকে কি সবাইকে তাড়াতে চাইছেন? কিন্তু আমি বলছি, বাংলায় যাঁরা আছেন, তাঁরা সবাই থাকবেন। আগে তেমনই নিয়ম ছিল। কিন্তু আমি যেমন আমার মায়ের জন্মদিন জানি না। আপনার ঠাকুমার জন্ম সার্টিফিকেট চাইবে। আর এসে বলছে এনআরসি হবে।