নবান্ন: উৎসবের মরশুম মানেই চাঁদার-জুলুম! এই জুলুম বন্ধে এবার কঠোর মনোভাব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বুধবার নবান্নে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠক ছিল। মুখ্যমন্ত্রীর উদ্দেশে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বলেন, চাঁদার জুলুম বেড়ে গিয়েছে, ফলে জিনিসপত্রের দাম বাড়ছে।

সূত্রের খবর, ব্যবসায়ীদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম (চাঁদা) জুলুমবাজি বরদাস্ত করা হবে না। আপনারা (ব্যবসায়ী সংগঠন) জুলুমের শিকার হলে, পুলিশকে জানাবেন।

চাঁদার জুলুম বন্ধে, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এ ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে, সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নবান্ন সূত্রে খবর, ক’দিন ধরেই বিভিন্ন জায়গা থেকে লরি আটকে জোর করে চাঁদা আদায়ের খবর আসছিল মুখ্যমন্ত্রীর কাছে। তারমধ্যেই জলপাইগুড়িতে তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী অরিন্দম শীলের শ্যুটিং ইউনিটের সঙ্গে জুলুমবাজির অভিযোগ ওঠে স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই খবরও পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর কাছে। এই পরিস্থিতিতে এবার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি।