কলকাতা: অগ্রগতিতে ভারতবর্ষের যা গতি, তার থেকে অনেক বেশি এগিয়ে রাজ্যের প্রকল্প। আমরা তবলা বাজিয়ে, ঝুনঝুনি বাজিয়ে খতিয়ান দিই না। ঢাক ঢোল পেটাই না। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১১ সাল থেকে ধরলে সাত বছর। দ্বিতীয় মেয়াদ ধরলে সরকারের প্রথম বর্ষপূর্তি। রাজ্যের প্রশাসনিক সদরের সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘুরিয়ে মোদী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সাফল্যের খতিয়ানও দেন তিনি।
গত সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বামেরা, বৃহস্পতিবার ছিল বিজেপির লালবাজার অভিযান। দু’দিনই বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছিল। লাঠির আঘাতে আন্দোলনকারীদের যেমন রক্ত ঝরেছে, তেমন রক্তাক্ত হয়েছেন পুলিশকর্মীরাও।
এই প্রেক্ষাপটে সরকারের বর্ষপূর্তির দিন তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। নিশানায় সেই বিরোধীরা। তিনি বলেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কুত্সা চলছে। মিথ্যে কথা, কুত্সা করা অপরাধ। সত্যি কথা বলার সাহস থাকা চাই। যারা অনেকে পুলিশের রক্ত কাড়ে, তাদের বলব রক্ত বাঁচান। কারণ রক্ত মানুষের জীবন বাঁচায়।
তবে শনিবার বর্ষপূর্তির দিন আরও চাঁচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, শিক্ষা স্বাস্থ্য কোনও জায়গাতেই কোনও প্রগতি নেই। মহিলাদের সম্মান নেই। এই সরকারের স্বরূপ উদঘাটিত হয়েছে। সবটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে জাল বিস্তার করছেন। মানুষ নিষ্কৃতি পেতে চায়।নানা নয়ছয় হচ্ছে। উন্নয়নের নামে মিথ্যাচারের জাল বোনা হচ্ছে।
সরকারের সাফল্যের দাবিকে নস্যাৎ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ৬ বছরে আর কি দিলেন? বাংলায় হাহাকার, বেকারত্ব। বাংলাকে গ্রাস করেছে রাজনৈতিক অসহিষ্ণুতা। শিল্পে কত বিনিয়োগ, কত চাকরি জানতে চাই। ৭৩২০০০ কোটি টাকার বিনিয়োগ কোথায়। শিল্পপতিরা পালাচ্ছে। যদিও বাংলা এগোচ্ছে বলে দাবি করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের প্রচুর অগ্রগতি। ২ লক্ষ কোটির ঋণের বোঝা। তাও অগ্রগতি কমেনি।
নবান্নে সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংসদ-তহবিলের টাকায় কেনা ৫৩টি বাতানুকূল অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চালু হয়েছে কলকাতা-বোলপুর-সিউরির মধ্যে বাতানুকূল বাস পরিষেবা।
আমরা তবলা, ঝুনঝুনি বাজিয়ে খতিয়ান দিই না, বর্ষপূর্তিতে মোদী সরকারকে কটাক্ষ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2017 08:22 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -