রেওয়াজ ভাঙল, ঘোষণা হল না পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট
ABP Ananda, web desk | 27 May 2017 01:02 PM (IST)
কলকাতা: এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। প্রতি বছর ফলপ্রকাশের দিনই পরবর্তী বছরের পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ। কিন্তু এ বছর এই রেওয়াজ ভাঙল। পরবর্তী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল না। এ বিষয়ে পর্ষদ সভাপতি বলেছেন, পরবর্তী বছরের পরীক্ষার নির্ঘন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। উল্লেখ্য, আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। এবার ভোট এগিয়ে আসতে পারে বলে শোনা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, পঞ্চায়েত ভোটের জন্যেই কী পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল না?