কলকাতা ও সিঙ্গুর: আজ থেকে সিঙ্গুরে জমি ফেরতের কাজ শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরেই পৌঁছে যাবেন সিঙ্গুরে। সেখানে গিয়ে তিনি জমি পরিদর্শন করবেন। এরপর কৃষকদের হাতে তুলে দেবেন জমির ফিজিক্যাল পজেশন। নবান্ন সূত্রে খবর, জমি ফেরতের পাশাপাশি কৃষকদের হাতে বেগুনের চারা ও শস্য বীজও তুলে দেবে সরকার। সিঙ্গুরের প্রকল্প এলাকায় একটি পাম্পিং স্টেশন ছিল। সেটিকে মেরামতি করে ফের ব্যবহারযোগ্য করা হয়েছে। এখান থেকেই কৃষিকাজের জন্য জল পাওয়া যাবে। এই পাম্পিং স্টেশনটিরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
এদিকে, জমি ফেরত ঘিরে সিঙ্গুরে সাজো সাজো রব। প্রকল্প এলাকার অন্তর্গত পাঁচটি মৌজায় তৈরি পাঁচটি মঞ্চ। মঞ্চগুলি হচ্ছে, গোপালনগর, বাজেমেলিয়া, বেড়াবেড়ি, খাসেরভেড়ি ও সানাপাড়ায়। গোপালনগরের মঞ্চে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকেই তিনি জমি ফেরতের কাজ শুরু করবেন বলে নবান্ন সূত্রে খবর।
আজ সিঙ্গুরে জমি ফেরত শুরু, আসছেন মমতা
ABP Ananda, web desk
Updated at:
20 Oct 2016 09:09 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -