পশ্চিম বর্ধমান: রাজস্থানে বঙ্গ সন্তান আফরাজুল খানের খুন হওয়া নিয়ে মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে সাবধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার, পশ্চিম বর্ধমানের কাঁকসার সভা থেকে দিলেন কড়া বার্তা। বললেন, কেষ্টকে লাস্ট বলে দিচ্ছি, বাজে কথা যেন না বলে।
সম্প্রতি, রাজস্থানে নৃশংসভাবে খুন করা হয় মালদার বাসিন্দা আফরাজুল খানকে। এ নিয়ে রবিবার বিজেপির উদ্দেশে হুমকি দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন, রাজস্থানে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখানে হলে, যত বড়ই বিজেপি নেতা হোক, তোমাকে আমি পুড়িয়ে মারতাম। রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপির। জিভ টেনে ছিড়ে নেব।
কিন্তু, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন, এরকম মন্তব্য তিনি অনুমোদন করেন না। বলেন, ওরা বলে বলুক, আমরা বাজে কথা বলব না। আমরা আমাদের ভাষায় কথা বলব। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব।
রাজস্থানে আফরাজুল খানের খুনের প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি তৃণমূল সরকারকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, কেন রাজ্য ছেড়ে ভিনরাজ্যে চাকরি? নাম না করে এ দিন জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেউ কেউ বলছে বাংলার ছেলেরা অন্য রাজ্যের যাবে কেন? কেন যাবে না? অন্য রাজ্যের লোকেরা এ রাজ্যে কাজ করে। আমরা তো আগলে রাখি। আমরা তো বলতে পারি না তোমরা চলে যাও। যারা এসব বলছে তাঁরা হয় মহামূর্খ। না হয় জ্ঞানপাপী।
মুখ্যমন্ত্রীর আশ্বাস, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কেউ নিরাপত্তার অভাবে বাংলায় ফিরে এলে, তাঁর পাশে দাঁড়াবে রাজ্য সরকার। আর্থিক ভাবে সাহায্যও করা হবে।