মালদা: দেশজুড়ে চলছে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান। রাজ্যে চলছে কন্যাশ্রী প্রকল্প। সেখানেই পরপর চারটি কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজারে।


আক্রান্ত গৃহবধূর বাপের বাড়ির দাবি, ১০ বছর আগে মানিকচকের এনায়েতপুরের এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। বিয়ের পর তিনটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।


সাত দিন আগে এই গৃহবধূ আবার একটি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, পরপর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শাবল দিয়ে আঘাত করে তাঁকে খুনের চেষ্টা করেন স্বামী।


আশঙ্কাজনক অবস্থায় এরপরই এই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর শাস্তির দাবি তুলেছেন আক্রান্তের বাপের বাড়ির লোকেরা।


গৃহবধূর কাকা বলেন, পর পর মেয়ে হয়েছিল বলে শাবল দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ গেলে শাস্তির দাবিতে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় গৃহবধূর বাপের বাড়ির লোকেরা।


ঠিক কী কারণে খুনের চেষ্টা খতিয়ে দেখছে পুলিশ।