স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভাইকে খুন করলেন এই ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2018 03:50 PM (IST)
কোটা: নিজের বাড়িতে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েছেন ভাইকে। লোহার রড দিয়ে ভাইকে খুন করলেন দাদা। রাজস্থানের বুন্দি জেলার তালেরা এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিলাও আহত, কোটার মহারাও ভীম সিংহ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অভিযুক্তের বয়স ৩৮ বছর। গত রাতে ৩ বছরের ছোট ভাইকে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে দেখতে পান। দাদার রডের আঘাতে তখনই ভাইয়ের মৃত্যু হয়, স্ত্রী গুরুতর আহত হন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।