হলদিয়া: মেয়ের ভালবাসার সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই দশম শ্রেণির ছাত্রকে বাড়িতে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে! ঘটনার জেরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে হলদিয়া। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হলদিয়ার চকদ্বীপা এলাকার দশম শ্রেণির ছাত্রকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে পাঠান অভিযুক্ত। অভিযোগ, ছাত্রটি সেখানে পৌঁছতেই শুরু হয় বেধড়ক মার। বেঁহুশ হয়ে পড়লে ছাত্রের গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ।
পুলিশ আরও জানতে পেরেছে,খুনের পর দেহ বাড়ি সংলগ্ন পুকুরে ফেলে দেন অভিযুক্ত । পরে সেখান থেকে দেহ তুলে, ৫০০ মিটার দূরে একটি ঝোপে লুকিয়ে ফেলেন। সেদিন ভোররাতে মেয়েকে পাঁশকুড়ায় এক আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্ত।
বুধবার থেকে ছেলে ঘরে না ফেরায় হলদিয়ার ভবানীপুর থানায় নিখোঁজ ডায়রি করে তার পরিবার। কিন্তু, দু’দিন ধরে ওই ছাত্রের হদিশ পায়নি পুলিশ। মৃতের পরিবারের দাবি, শনিবার দুপুরে আত্মীয়ের মোবাইল থেকে ওই ছাত্রের জামাইবাবুকে ফোন করে পুরো ঘটনা জানায় ছাত্রী।
এই খবর পাওয়া মাত্রই বড়বাড়ি গ্রামে যায় পুলিশ। শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই ঝোপ থেকে উদ্ধার হয় ওই ছাত্রর দেহ। এরপরই মেয়ের বাবা ও মাকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের কঠোর শাস্তির দাবিতে হলদিয়ার চকদ্বীপা মোড় ও ব্রজলালচক মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাস অবরোধ ওঠে।
হলদিয়ায় মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে গলা কেটে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2016 07:21 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -