নদিয়া: নদিয়ার তাহেরপুরে বাবা ও দেড় বছরের শিশুপুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বলে দাবি আত্মীয়দের। মৃত ব্যক্তির নাম স্মরজিত্ রায়। আত্মীয়দের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ওই ব্যক্তি। গতকাল এই নিয়ে অশান্তি চরমে উঠলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের সময় বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ নিয়ে শ্বশুর বাড়িতে আসেন স্ত্রীর বাপের বাড়ির আত্মীয়রা। কিন্তু ওই সময় দেড় বছরের ছেলে ও স্মরজিত বাড়িতে ছিলেন না। আজ সকালে বাড়ি থেকে কিছু দূরে আমগাছে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।