স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় নিকটআত্মীয়কে পিটিয়ে মারার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2016 08:45 AM (IST)
বহরমপুর: স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় বহরমপুরে নিকটাত্মীয়কে পিটিয়ে মারার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। অভিযোগ, গতকাল স্ত্রীকে মারধরের সময়ে রাজু শেখকে বাধা দেন তার আত্মীয় আলাউদ্দিন শেখ। এরপরই রাজু লাঠি দিয়ে আলাউদ্দিনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাথা ফেটে যায় ওই প্রৌঢ়ের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। ভোররাতে সেখানেই আলাউদ্দিনের মৃত্যু হয়। এরপর রাজুর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাজুকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গেলে, পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।