হিলি সীমান্তে পাচারে সময় বিএসএফ বাজেয়াপ্ত করল প্রচুর সোনা, গ্রেফতার ২
ABP Ananda, web desk | 26 Oct 2016 05:34 PM (IST)
দক্ষিণ দিনাজপুর: হিলি সীমান্ত দিয়ে পাচারের সময় প্রচুর পরিমাণে সোনা আটক করল বিএসএফ। গতকাল রাতে একটি গাড়ি করে সোনা পাচার করছিল দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে প্রায় ১২০০ গ্রাম সোনা আটক করে বিএসএফ। ওই দুই যুবককেও গ্রেফতার করা হয়। ধৃত টুলু সাহা ও সঞ্জয় রায়কে আজ হিলি থানার তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএসএফের কমান্ডিং অফিসার অলকেশ সিনহা। পাশাপাশি উদ্ধার হওয়া সোনা দেওয়া শুক্ল দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।