পশ্চিম মেদিনীপুর: খুনের ঘটনায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা ।পুলিশের খাতায় তিনি ফেরার।এ হেন মানস ভুঁইয়াকেই বুধবার দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে সরকারি মঞ্চে। পুলিশ না কি যাঁকে খুঁজে পাচ্ছে না, সেই মানসের সঙ্গেই একমঞ্চে জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ।


এ বছর বিধানসভা ভোটের মাঝে, সবংয়ের দুবরাজপুরে খুন হন তৃণমূল নেতা জয়দেব জানা। এই ঘটনায় মানস ভুঁইয়া-সহ বেশ কয়েকজন স্থানীয় কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। হাইকোর্টে খারিজ হয়ে যায় মানসের আগাম জামিনের আর্জি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। এ সবের মধ্যেই, হাত ছেড়ে তৃণমূলে যোগ দেন সবংয়ের দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া।যা দেখে তাঁর দলেরই একাংশ তখন দাবি করেছিল, খুনের মামলা থেকে রেহাই পেতেই মানসের এ ভাবে জার্সি বদল। এরপর, এ দিন যে ভাবে, পুলিশের খাতায় ফেরার হওয়া সত্ত্বেও মানসকে পুলিশ সুপারের সঙ্গে একইমঞ্চে দেখা গেল, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের প্রশ্ন, মানস এখন তৃণমূলে বলেই কি এমন ছাড়?

মানস ভুঁইয়া অবশ্য এ নিয়ে মুখ খুলতে চাননি। পুলিশ সুপার ভারতী ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।