বাড়ল কুণালের জামিনের মেয়াদ, আপত্তি নেই সিবিআইয়ের
ABP Ananda, web desk | 02 Nov 2016 07:32 PM (IST)
কলকাতা: সারদা মামলায় কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী জামিন। আজ সিবিআইয়ের আইনজীবী এই মামলায় শুনানির জন্য আরও কিছুটা সময় চান। তিনি বলেন, কুণাল ঘোষের মা ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া, কুণাল ঘোষ জামিনের সমস্ত শর্ত মেনে চলছেন। তাই তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করা যেতেই পারে। এরপরই আবেদন মঞ্জুর করেন বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি মলয়মরুৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।