মেদিনীপুর: কংগ্রেসে থাকাকালীন মানস ভুঁইয়ার নামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।আর তৃণমূলে যোগ দেওয়ার পর সেই মানস ভুঁইয়ারই নামই বাদ দিয়ে দেওয়া হল চার্জশিট থেকে। বাদ দেওয়া হয়েছে মানসের ভাই বিকাশ ভুঁইয়া এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পাণ্ডার নামও। এই দু’জনও কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ দিয়েছেন।

গত বছর এপ্রিল মাসে সবংয়ে খুন হন তৃণমূল কর্মী জয়দেব জানা। এই ঘটনায় মানস ভুঁইয়া-সহ তেইশ জনের নাম এফআইআরে ছিল। সেখান থেকেই বাদ দেওয়া হল তিনজনের নাম। ১ ডিসেম্বর মেদিনীপুর আদালতে চার্জশিট দাখিল করে সবং থানার পুলিশ। এরপর, মঙ্গলবার, মৃতের প্রতিবেশী তথা অভিযোগকারী জয়দেব মেটিয়াকে আদালতে ডেকে পাঠান বিচারক।

জানতে চান, মানস ভুঁইয়া-সহ তিনজনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এতে আপনার আপত্তি রয়েছে? অভিযোগকারী জানান, তাঁর কোনও আপত্তি নেই।

কয়েক মাস আগেই, মানস, তাঁর ভাই এবং অমল পাণ্ডা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তখনই কংগ্রেসেরই একাংশ দাবি করেছিল, খুনের মামলা থেকে রেহাই পেতেই কি এভাবে দলবদল করলেন মানস? এ দিনও তাঁদের গলায় একই সুর।

এ বিষয়ে মানস ভুঁইয়ার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু যোগাযোগ করা যায়নি।