নয়াগ্রাম: ভারতীয় মহিলা রিকার্ভ টিমের হয়ে সেকেন্ড স্টেজ এশিয়া আর্চারি কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে সোনা জিতেছেন নয়াগ্রামের মণিকা সরেন। আনন্দে আপ্লুত আদিবাসী পরিবার।
ছোট বেলায় বাবাকে দেখতেন তিরধনুক নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে। সেই থেকেই কোথাও যেন মনের মধ্যে ধনুকভাঙা পণ।

শুধু পণই নয়, করেও দেখালেন। পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের মণিকা সরেন। ভারতীয় মহিলা রিকার্ভ টিমের হয়ে সেকেন্ড স্টেজ এশিয়া আর্চারি কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে জিতেছেন সোনা। ২০১৫ সালে কন্যাশ্রী দিবসে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিকাকে একটি ধনুক উপহার দেন। গতবছর রাজ্য সরকার তাঁকে কন্যাশ্রী রত্ন দেয়। বিশ্ব মঞ্চে সেই কন্যাশ্রী রত্নেরই বাজিমাত। খবর পেয়ে আনন্দে আত্মহারা পরিবার।
পরিবারে নিদারুণ অভাব। নুন আনতে ফুরোয় পান্তা। অন্যের জমিতে চাষ করে কোনও মতে দিন গুজরান। এহেন নিম্নবিত্ত আদিবাসী পরিবারের মেয়ে মণিকা সরেন প্রমাণ করলেন, চেষ্টা থাকলে কোনও লক্ষ্যই ভেদ করা অসম্ভব নয়।
তাইওয়ানের তাইপেতে সেকেন্ড স্টেজ এশিয়া আর্চারি কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে এবার নজর কেড়েছে ভারতীয় মহিলাদের রিকার্ভ টিম। প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিয়ে সোনা ছিনিয়ে নিয়েছে তারা। এই দলে নয়াগ্রামের মণিকা ছাড়াও রয়েছে, প্রমীলা দইমারি, অঙ্কিতা ভকত এবং মধু বেদওয়ান।