কলকাতা: সাত বছর পর মুক্ত গৌর চক্রবর্তী। ইউএপিএ আইনে দোষ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করল নগর দায়রা আদালত। ২০০৯ সালের ২৩ জুন কলকাতা পুলিশ, নিষিদ্ধ মাওবাদী সংগঠনের মুখপাত্র হিসাবে গ্রেফতার করে গৌর চক্রবর্তীকে। এর আগে মাওবাদী সংগঠনকে নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। ধৃতের বিরুদ্ধে রাজ্যে প্রথমবার প্রয়োগ করা হয় ইউএপিএ আইন। কিন্তু দোষ প্রমাণিত না হওয়ায় দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ নগর দায়রা আদালতের বিচারক কুমকুম সিংহ তাঁকে বেকসুর খালাস করার নির্দেশ দেন।