কলকাতা: হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত মশাগ্রাম লোকালের দুটি বগি। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে কামরা থেকে ঝাঁপ দেন কয়েকজন যাত্রী। ট্রেন আস্তে চলায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল বলেই মনে করা হচ্ছে।
পূর্ব রেলের এক মুখপাত্র জানিয়েছেন, রাত ৮.৪০ টা নাগাদ হাওড়া স্টেশনের কাছে আউটার পয়েন্টের কাছে ট্রেনটির দ্বিতীয় ও ষষ্ঠ কমার্টমেন্ট বেলাইন হয়ে যায়। ঘটনায় এই শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাতের কোনও খবর নেই।
বগি বেলাইন হওয়ার কারণ জানতে রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।  ঘটনাস্থলে পাঠানো হয় একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়। ওই লাইনের মেরামতির কাজ শুরু হয় বলে জানা গেছে।