রাজা চট্টোপাধ্যায়, রাজগঞ্জ: জলপাইগুড়ির রাজগঞ্জে করোনা সচেতনতায় ভাওয়ালি গান গেয়ে প্রচার করছেন এক ব্যক্তি। অন্যদিকে, কোতোয়ালি থানা ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিলি করা হল মাস্ক ও স্যানিটাইজার।


করোনার প্রাদুর্ভাব থেকেই মানুষকে বিভিন্নভাবে সচেতন করার কাজ চলছে। এখনও একই কাজ চলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর কবে সবার হুঁশ ফিরবে? এদিকে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও দেশে এখনও উদ্বেগজনক করোনা পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০৩।


তবুও অতিমারীর ভয়াবহতা নিয়ে ভ্রুক্ষেপ নেই সমাজের এক শ্রেণির মানুষের। হাটে বাজারে সরকারি নির্দেশিকা ও বিধিনিষেধকে বুড়ো আঙুল।এই অবস্থায় মানুষকে ফের সচেতন করার উদ্যোগ দেখা গেল জলপাইগুড়ির রাজগঞ্জে। রবিবার সকালে রাজগঞ্জের হাটে এভাবেই ভাওয়ালি গান গেয়ে সচেতনতার প্রচার চালান পেশায় চা বাগানের শ্রমিক বাঁটুল রায়।অন্যদিকে, জলপাইগুড়ি শহরেরও চলল সচেতনতার প্রচার। কোতোয়ালি থানা ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিলি করা হল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।


উল্লেখ্য, রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। ২ মাসেরও বেশি সময় পর দৈনিক সংক্রমণ সবথেকে কম। রবিবার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন বলছে ৪ হাজারের নীচে নেমে এসেছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৯৮৪ জন। যদিও গতকালের তুলনায় করোনায় আজ সামান্য বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত মৃত্যু ৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ২৪৯৭ জন। রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৯৭ জন, মৃত ২০ জন। পাশাপাশি, কলকাতায় একদিনে আক্রান্ত ৪২৬ জন, মৃত ১৫ জন।


রবিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, করোনার প্রথম ঢেউয়ের সময়, ২০২০-র ২২ অক্টোবরে রাজ্যে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ছিল। ওই দিন, রাজ্যে করোনা আক্রান্ত হন ৪ হাজার ১৫৭ জন। আর আজ রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। অর্থাৎ, কোভিডের প্রথম ঢেউয়ের সর্বোচ্চ সংক্রমণের থেকেও রাজ্যে কমল দৈনিক সংক্রমণ।