বেহালা: এক শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম না মানা ও দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে বেহালার পূর্ব বড়িশা প্রাথমিক বিদ্যালয়ে ধুন্ধুমার হল। অভিযুক্ত শিক্ষিকাকে স্কুলের ঘরে তালা ঝুলিয়ে আটকে রাখেন অভিভাবকরা। তাঁরা আবার পাল্টা মারধরের অভিযোগ আনেন শিক্ষিকার পরিবারের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষিকার নাম পুতুল বন্দ্যোপাধ্যায়। অভিভাবকদের অভিযোগ, সময়মতো স্কুলে আসেন না তিনি, পড়ুয়াদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতিরও। তাঁরা বলেছেন, নিয়ম মানতে বলায় নেতা-মন্ত্রীদের নাম করে প্রায়ই হুমকি দেন পুতুল।

এর জেরে আজ সকাল থেকে ওই শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। একটি ঘরে তাঁকে তালাবন্ধ করে রাখা হলে তাঁর পরিবারের সদস্যরা এসে অভিভাবকদের মারধর করেন বলে অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষিকা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিক শিক্ষা সংসদ অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িকভাবে স্কুলে আসতে নিষেধ করেছে।