কলকাতা: সোমবার থেকে শুরু মাধ্যমিক। প্রশ্নপত্র বাইরে আসা ঠেকাতে, এবার সার্ভার ব্যবহার। প্রশ্ন খুললেই বার্তা পাবে পর্ষদ। পরীক্ষার্থীদের সঙ্গে এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।
পরীক্ষায় হোয়াটসঅ্যাপ মারফত প্রশ্নপত্র বাইরে আসার অভিযোগ উঠেছে অতীতে। এবার তা থেকে শিক্ষা নিয়ে প্রশ্নপত্রের সুরক্ষায় প্রযুক্তির সাহায্য নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।
সোমবার থেকে শুরু মাধ্যমিক। সকাল ১১টা ৪০-এ প্রশ্নপত্রের প্যাকেট খোলার কথা। পৌনে ১২টা নাগাদ প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। ১১টা ৫৫ মিনিটে খাতা বিতরণ। বেলা বারোটা থেকে শুরু পরীক্ষা।
এই নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্র খুললেই বার্তা চলে যাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে! সার্ভার ব্যবহারের পাশাপাশি প্রশ্নপত্রের প্যাকেটও স্পেশাল ডিজাইনের। সঙ্গে বিশেষ স্টিকার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, পরীক্ষার্থী ছাড়া কারও কাছে প্রশ্ন থাকবে না। (শেষের দিকে আছে) কখন খোলা হল, জানতে পারব। প্রশ্ন বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। এবার আমরা প্রস্তুত।
শুধু তাই নয়। এবার কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে ঢুকলে তার পরীক্ষা বাতিল। বাজেয়াপ্ত হবে মোবাইল ফোন। ক্ষক-শিক্ষিকাদেরও মোবাইল ফোন বন্ধ রেখে প্রধান শিক্ষকের কাছে জমা রাখতে হবে। পরীক্ষা শেষে ফেরত মিলবে। কোনও শিক্ষক-শিক্ষিকার হাতে মোবাইল ফোন থাকলে, তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা। কল্যাণময় বলেন, অফিসার-ইন-চার্জ, ভেনু সুপার ভাইজার ছাড় পাবেন।
রাজ্যজুড়ে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে বসছে সিসিটিভি। হবে ভিডিওগ্রাফি। পর্ষদের নির্দেশ, কোনও পরীক্ষার্থী ভাঙচুর করলে, জরিমানা দিতে বাধ্য থাকবে অভিযুক্ত পরীক্ষার্থীর স্কুল। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২ হাজার ৯৮। গতবারের চেয়ে প্রায় ৩১ হাজার বেশি। সংখ্যাতত্ত্বে ছাত্রদের টেক্কা ছাত্রীদের। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৪০ হাজার। এবার প্রথম অলচিকি হরফে প্রশ্নপত্র হচ্ছে।
কন্যাশ্রীর সাফল্যের জেরে ছাত্রীদের এই সংখ্যাবৃদ্ধি বলে মনে করছে পর্ষদ।
কাল শুরু মাধ্যমিক: প্যাকেটে থাকছে মাইক্রোচিপ, খুললেই বার্তা যাবে সার্ভারে, প্রশ্নপত্র-ফাঁস রুখতে ব্যবস্থা পর্ষদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2018 05:24 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -