মালদা: নাম না করে বারবার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাল্টা রাজ্যে জমি তৈরির চেষ্টা শুরু করেছে অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম ।দু’পক্ষের এই টক্করের মধ্যেই সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে, মালদায় গ্রেফতার করা হল এমআইএম নেতাকে।

বৃহস্পতিবার মতিউর রহমানকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন চাঁচলের তৃণমূল সহ সভাপতি ইন্দাদুল হক।

মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছে, সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও সমাজে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে এমআইএম নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এমআইএম-এর রাজ্য নেতা জামিরুল হাসানের দাবি, মতিউর রহমান সাত বছর ধরে দলের মালদা জেলার দায়িত্বে রয়েছেন। পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা  মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। এমআইএম করার জন্যই তাঁকে ফাঁসানো হয়েছে। শুধু মতিউর নন, অন্যান্য জেলার দলীয় নেতাদেরকেও পুলিশ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।