সন্ধ্যায় ট্যুইট করে তাঁর মাস্ক না পরার ব্যাখ্যা দিলেন মিমি। তিনি চারটি ট্যুইট করেন। যার প্রথমটিতে করোনা ঠেকাতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলেছেন। মিমির দ্বিতীয় ট্যুইটটি অবশ্য বেশ তাৎপর্যপূর্ণ। যেখানে মাস্ক কখন পরা উচিত, তার ব্যাখ্যা দিয়েছেন মিমি। তাঁর সেই ট্যুইটটিতে বলা হয়েছে, করোনা সন্দেহভাজনদের কাছাকাছি গেলে তবেই একজন সুস্থ মানুষের মাস্ক পরা উচিত। এছাড়া মাস্ক পরা উচিত হাঁচি বা কাশি হলে। মিমি জানিয়েছেন, মাস্কের কার্যকারিতা থাকে একমাত্র হাত সাবান-জল ও অ্যালকোহলভিত্তিক স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা হলে। পাশাপাশি মাস্ক পরলে সেটি কীভাবে ব্যবহারের পর নষ্ট করা উচিত, সেটাও জানা প্রয়োজন বলে জানিয়েছেন অভিনেত্রী।
মিমি জানিয়েছেন, লন্ডন থেকে ফিরে তিনি সেল্ফ আইসোলেশনে আছেন। বাবা-মা, পরিচারিকা এমনকী পোষ্যের সঙ্গও এড়িয়ে চলছেন। মিমি জানিয়েছেন যে, খাওয়ার জন্য তিনি ব্যবহার করছেন এমন প্লেট, যা একবার ব্যবহারের পরই ফেলে দেওয়া হয়। মিমি লিখেছেন, ‘দয়া করে কেউ গুজব বা আতঙ্ক ছড়াবেন না। সতর্ক থাকুন।’
৩১ মার্চ পর্যন্ত তাঁর অফিস বন্ধ থাকবে বলেও জানিয়েছেন মিমি।