কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদ! সল্টলেকের নাবালিকাকে জগদ্দলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ!
পুলিশ সূত্রে দাবি, মাস ছয়েক আগে সোশাল নেটওয়ার্কিং সাইটে জগদ্দলের বাসিন্দা বিরাট ঠাকুরের সঙ্গে ওই কিশোরীর আলাপ হয়। কিশোরীর বাবা কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিক।
অভিযোগ, গত ৩০ নভেম্বর কিশোরীকে বিধাননগর স্টেশনে ডাকেন বিরাট। পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় দশম শ্রেণির ওই ছাত্রী।
বিধাননগর থেকে ট্রেনে করে তাকে জগদ্দল নিয়ে যাওয়া হয়। তারপর অটো করে স্থানীয় একটি জুটমিলের আবাসনে। সেখানেই থাকতেন বিরাটের বন্ধু শিবম পাণ্ডে। ৩০ নভেম্বর রাতে ওই আবাসনে সল্টলেকের নাবালিকাকে দুই বন্ধু গণধর্ষণ করে বলে অভিযোগ। ১ ডিসেম্বর বাড়ি ফিরে বিষয়টি জানায় কিশোরী।
বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। টানা কয়েকদিন তল্লাশি চালানোর পর রবিবার ভোররাতে জগদ্দল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ এবং পকসোর চার বাই ছয় ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের কাছ থেকে নির্যাতিতা কিশোরীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।