কলকাতা: রাজারহাটে ৫০ একর জমির জন্য হিডকোকে ৫০ কোটি টাকা দিয়েছে ইনফোসিস। রাজ্য ছেড়ে যাচ্ছে না তারা। বিনিয়োগ করতে চায় ইনফোসিস। শনিবার বিধানসভায় এমনই বার্তা দেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বিধানসভায় তিনি বলেন, কিছুদিনের মধ্যে ইনফোসিসও আসবে। তাদের সঙ্গে কথা হচ্ছে। পরে বিধানসভায় নিজের ঘরে পুরমন্ত্রী আরও বলেন, রাজারহাটে ৫০ একর জমি নিয়েছিল ইনফোসিস। কিছুদিন আগে জমি বাবদ হিডকোকে প্রায় ৫০ কোটি টাকা দিয়েছে তারা। তাহলে কি সেজ-বিতর্ক দূরে সরিয়ে রেখে রাজ্যের দিকে ঝুঁকছে ইনফোসিস? ফিরহাদের বক্তব্যে তুঙ্গে জল্পনা।
রাজ্যে পরিকাঠামো নির্মাণ করে ব্যবসা সম্প্রসারণ করতে এসইজেড-এর তকমা চেয়েছিল ইনফোসিস। তাদের সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও তৃণমূল সরকার এসইজেড-এর দাবি মানতে নারাজ ছিল। ফিরহাদের আজকের বক্তব্যে জল্পনা হচ্ছে, তাহলে কি বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বিতর্ককে দূরে সরিয়ে রেখে রাজ্যে বিনিয়োগে আগ্রহী ইনফোসিস? উত্তরে ফিরহাদ বলেন, ব্যবসাদার জমির জন্য টাকা দিলে, নিশ্চয়ই ঘাস কাটবে না!
ফিরহাদের আরও দাবি, টিসিএস সবচেয়ে বড় ক্যাম্পাস তৈরি করছে রাজারহাটে। উইপ্রো আরও একটি ক্যাম্পাসের জন্য জমি চাইছে, কগনিজেন্টও জমি চাইছে। আবার ইনফোসিস, টিসিএসও রাজ্যের দিকে ঝুঁকছে।
শেষ পর্যন্ত ইনফোসিসের প্রকল্পের কাজ কবে থেকে শুরু হয়, সেদিকেই এখন সবার নজর।