পশ্চিম মেদিনীপুর: বিপদের দিনে যিনি পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর পলাতক অভিযুক্ত।
মেয়ের সম্পর্ক পাতিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় সেই প্রতিবেশী। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার গাঙ্গুটিয়া গ্রাম। বাবার মৃত্যুর পর থেকে মা নিরুদ্দেশ। অসময়ে অভিভাবকহীন মেয়েটার পাশে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী। কিন্তু সহানুভূতির আড়ালে যে কু-মতলব রয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি ১৩ বছরের মেয়েটি। আর তারই মাসুল গুণতে হল নাবালিকাকে।
নাবালিকার অভিযোগ, তাকে বিভিন্ন জায়গায় কীর্তন গাইতে নিয়ে যেতেন প্রতিবেশী রামচন্দ্র দাস। আর সেই অছিলায় কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেলদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক অভিযুক্ত।
মেয়ের সম্পর্ক পাতিয়ে নাবালিকাকে দিনের পর দিন ‘ধর্ষণ’, পলাতক প্রতিবেশী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2018 08:38 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -