রবিবার রাতে ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে ভেঙে পড়ল শপিং মলের একাংশ, কোথায় ঘটল এই ঘটনা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2018 02:21 PM (IST)
মেদিনীপুর: রাতে হঠাৎ ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। এর জেরে ভেঙে পড়ল মেদিনীপুর শহরের শপিং মলের একাংশ। রবিবার রাত তখন প্রায় বারোটা। হঠাৎ মেঘের গর্জন...সঙ্গে ঝোড়ো হাওয়া....এর জেরে ভেঙে পড়ে মেদিনীপুর শহরের একটি মলের একাংশ... সোমবার সকালে কর্মীরা গিয়ে দেখেন, মলের সামনের দিকের কাঁচ ও ফাইবারের দেওয়াল ভেঙে পড়েছে। দিনের ব্যস্ত সময় এমনটা হলে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। মেদিনীপুর শহরের কলেজ মাঠে রাজ্য সরকারের উদ্যোগে চলছে হস্তশিল্প মেলা। রবিবার রাতের ঝোড়ো হাওয়ায় এখানকারও বেশ কয়েকটি স্টল ভেঙে যায়।