বারাসতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ বন্ধু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2016 02:39 PM (IST)
বারাসত (উত্তর ২৪ পরগনা): বারাসতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার নির্যাতিতার তিন বন্ধু। তার মধ্যে একজন নাবালক। গণধর্ষণের পাশাপাশি পকসো আইনে মামলা রুজু। ধৃত দু’জনের পাঁচদিনের পুলিশ হেফাজত। অভিযুক্ত নাবালককে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মত্ত অবস্থায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ তারই বন্ধুদের বিরুদ্ধে। গ্রেফতার তিন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা কিশোরী বিবাহিত। সম্প্রতি সে শ্বশুরবাড়ি হাসনাবাদ থেকে বারাসতে বাবার বাড়িতে আসে। বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর তিন বন্ধু তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। এরপর মত্ত অবস্থায় তারা ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই কিশোরী সব কথা জানায়। এরপরই তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গণধৰ্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালক। বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাকি দু’জনকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।