নদিয়া: পুজোর প্রসাদ খেয়ে বিপত্তি। গুরুতর অসুস্থ শতাধিক। ঘটনা ঘিরে চাঞ্চল্য নদিয়ার রানাঘাটে। স্থানীয় সূত্রে খবর, নাম সংকীর্তন উপলক্ষ্যে রানাঘাটের কলাইঘাটার দাসপাড়ায় বৃহস্পতিবার ও শুক্রবার প্রসাদ বিতরণ করা হয়। অভিযোগ, ওই প্রসাদ খেয়েই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
বমি, পেট খারাপ ও পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হবিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অনেককে। অন্তত ৩০ জন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আপৎকালীন ব্যবস্থা করে চিকিৎসা চলছে, রবিবার সকালেও অনেকে এসেছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পুজোর প্রসাদে বিষক্রিয়ার জেরেই এই পরিস্থিতি। সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক তরুণকান্তি খাটুয়া বলেন, নমুনা সংগ্রহ করব, খতিয়ে দেখব কী হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক বলেই দাবি গ্রামবাসীদের।
পুজোর প্রসাদ খেয়ে ‘বিষক্রিয়ায়’ নদিয়ায় অসুস্থ শতাধিক
Web Desk, ABP Ananda
Updated at:
18 Feb 2018 05:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -