হুগলি: ফের সোশাল নেটওয়ার্কিং সাইটে আপত্তিকর ছবি। মহিলাদের অসতর্ক মুহূর্তের ছবি তুলে ফেসবুকে আপলোড করার অভিযোগ। আতঙ্কে হুগলির শ্রীরামপুরের মহিলারা। থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও অধরা অভিযুক্তরা।
কেউ স্টেশনে বসে মোবাইল ফোনে কথা বলছেন, কেউ ট্রেনে, কেউ আবার অফিসে বসে কাজ করছেন। কারও আনমনে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। কিন্তু কেউ টের পাচ্ছেন না, অজান্তেই মোবাইল ফোনে বন্দি হয়ে যাচ্ছে তাঁর ছবি।
অভিযোগ, মহিলারা সামান্য অসতর্ক হলেই ছবি তুলে নিচ্ছে কে বা কারা। আর তা আপলোড হয়ে যাচ্ছে ফেসবুকে। হুগলির শ্রীরামপুরের এই ঘটনায় রীতিমতো আতঙ্কে পথচলতি মহিলারা। এক কলেজ ছাত্রী বলেন, আমরা তো রাস্তায় বেরোই, কে ছবি তুলছে বুঝতে পারছি না। আমার এক বন্ধুর সঙ্গেও একই ঘটনা ঘটছে।
যে ফেসবুক প্রোফাইলে মহিলাদের বিভিন্ন অসতর্ক মুহূর্তের ছবি আপলোড করা হচ্ছে, সেটি স্থানীয় এক মহিলার নামে তৈরি। যাদের কোনও ফেসবুক প্রোফাইল-ই নেই, এমন মহিলাদের ছবিও আপলোড করা হয়েছে। শ্রীরামপুরের বাসিন্দা এক ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রীর ভুয়ো অ্যাকাউন্ট খুলে ছবি আপলোড করা হয়েছে। বলেন, আমার বউয়ের ফেসবুক অ্যাকাউন্টই নেই, ছবি তুলে পোস্ট করে দিচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে।
স্থানীয় কোনও অফিস হোক, বা শ্রীরামপুরে কোনও ব্যাঙ্কের শাখা, সব জায়গা থেকেই দুষ্কৃতীরা এই ছবিগুলি তুলেছে। ফলে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরাও। অনেকক্ষেত্রে সেইসব অফিসে গিয়েও মহিলারা অভিযোগ করছেন। বিষয়টির তদন্ত করার দাবিও তোলেন মহিলারা।
ইতিমধ্যেই শ্রীরামপুর থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সামান্য অসতর্ক হয়েছেন কি, উঠছে ছবি। এরকম অবস্থায় অনেকেই বাড়িতে বকা খাচ্ছেন, আবার কারও দাম্পত্যে লেগেছে কলহ। এরকম অবস্থায় সবাই চাইছেন, দোষী ধরা পড়ুক। তদন্তও শুরু করেছে পুলিশ। কিন্তু এখনও সেই ভুয়ো প্রোফাইলের মালিকের খোঁজ মেলেনি।