কলকাতা: ফের চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ। এবার অভিযুক্ত খোদ রেলকর্মীই! ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত। ফের প্রশ্নে রেলের যাত্রী নিরাপত্তা।


দাদু-দিদার সঙ্গে নিউ জলপাইগুড়ির বাড়িতে ফেরার জন্য গতকাল রাতে হাওড়া থেকে আপ পাহাড়িয়া এক্সপ্রেসে ওঠে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, নরেন রাজবংশী নামে এক রেলকর্মী বছর নয়ের ওই বালিকাকে ডেকে নিয়ে গিয়ে চলন্ত ট্রেনেই তার শ্লীলতাহানি করে। চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা ছুটে গেলে পালিয়ে যায় অভিযুক্ত রেলকর্মী। যাত্রীদের আরও অভিযোগ, তাঁকে পালাতে সাহায্য করেন খোদ টিকিট পরীক্ষকই! উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ।

রাত সাড়ে দশটা নাগাদ আপ পাহাড়িয়া এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে ঢোকার পর সেখানে ওই ছাত্রীর পরিবারের তরফে জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে ধরার জন্য কাটোয়া জিআরপিতেও বিষয়টি জানিয়ে দেয় ব্যান্ডেল জিআরপি। কিন্তু, কাটোয়া জিআরপির অভিযোগ, আরপিএফ ও রেলের অন্য কর্মীরা অভিযুক্ত রেল কর্মীকে ধরতে কোনওরকম সাহায্য করেনি।