মালদা:আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় মালদার ভালুকা স্টেশন থেকে জোর করে ওঠা যাত্রীদের তাণ্ডব। প্রতিবাদ করায় মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। তুমুল ইটবৃষ্টিতে আহত আরও ২ যাত্রী। প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।
গতকাল শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার যাচ্ছিল আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস। রাত ১১টা নাগাদ ভালুকা স্টেশন থেকে কয়েকজন যাত্রী ট্রেনের এস ফোর কামরায় ওঠেন। অভিযোগ, সংরক্ষিত আসনের যাত্রীদের জোর করে সরিয়ে দিয়ে আসন দখলের চেষ্টা করেন তাঁরা। প্রতিবাদ করায় এক মহিলা যাত্রীর শ্লীলতাহানি ও আরও ২ যাত্রীকে মারধর করা হয়। এমনকি ট্রেনের বাইরে থেকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে কুমেদপুর স্টেশনে নেমে রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা। বিক্ষোভের জেরে প্রায় আধঘণ্টা দেরিতে ছাড়ে আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস।
শিলিগুড়িতে পৌঁছে জিআরপি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যাত্রীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসে সংরক্ষিত কামরায় মহিলা যাত্রীর শ্লীলতাহানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2018 08:32 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -