কলকাতা: অভিজ্ঞ শেরপার অভাবই কি ভোগাচ্ছে পর্বতারোহীদের? রাজীব ভট্টাচার্যের মৃত্যু ফের একবার উস্কে দিল সেই প্রশ্নটাই। এভারেস্টে তুষারঝড় এবং নেপালে ভূমিকম্পে ৩০ জন অভিজ্ঞ শেরপার মৃত্যু হয়েছে। এরপর থেকেই অভিযানের জন্য অভিজ্ঞ শেরপার সংখ্যা হাতে গোনা দাঁড়িয়েছে।
প্রথমে ছন্দা গায়েন। তারপর রাজীব ভট্টাচার্য। দু’জনেই বরফঢাকা শৃঙ্গে ছুটে গিয়েছিলেন পর্বত জয়ের নেশায়। কিন্তু, দুই বাঙালি পর্বতারোহীর কারও আর ঘরে ফেরা হল না।
কিন্তু, বারবার এরকম ঘটনা ঘটছে কেন? কেন বারবার অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন পর্বতারোহীরা? অভিজ্ঞ শেরপার অভাবই কি এর নেপথ্যে অন্যতম কারণ? পর্বতারোহীদের অনেকে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের মতে, পর্বতারোহীদের কাছে ভরসা বলতে শেরপারাই। বেস ক্যাম্প থেকে যত ওপরে ওঠা হয়, আবহাওয়া ততই প্রতিকূল হয়ে ওঠে। রাস্তাও দুর্গম। সেই রাস্তা হাতের তালুর মতো চেনেন একমাত্র শেরপারাই।
অভিযান শুরুর আগে এই শেরপারাই দুর্গম পথ ধরে অভিযানের রুট তৈরি করতে যান। কোথায় মই লাগাতে হতে, কোথায় দড়ি লাগাতে হবে, সব বন্দোবস্ত তাঁরাই করে আসেন। তারপর শেরপাদের তৈরি করা সেই রাস্তা ধরেই অভিযানে যান পর্বতারোহীরা।
ফলে অভিজ্ঞ এবং দক্ষ শেরপা না থাকলে যে কোনও পর্বতারোহীই প্রায় অন্ধ।
কিন্তু, দক্ষ শেরপার হঠাৎ অভাব পড়ল কেন?
২০১৪ সালে এভারেস্টে তুষার ঝড়ে মৃত্যু হয় ১৯ জন অভিজ্ঞ শেরপার। গতবছর নেপালে ভূমিম্পে আবার ১১ জন শেরপার মৃত্যু হয়।
অভিজ্ঞ পর্বতারোহীদের একাংশের মতে, এরপর থেকেই দক্ষ শেরপার সংখ্যা কমে গিয়েছে। যে এজেন্সিগুলি শেরপা সরবরাহ করে, তাদের কাছেও হাতে গোনা কয়েকজন শেরপা রয়েছেন।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ছন্দা গায়েনের সময় দেখা গিয়েছিল, তাঁর সঙ্গে থাকা শেরপা ফিরে এসেছিলেন। রাজীবের ক্ষেত্রেও দেখা গেল, তাঁর শেরপা ফিরে এসেছেন। ঘটনাচক্রে দু’টি ঘটনার ক্ষেত্রে একই শেরপা ছিলেন। ওয়াকিবহালমহলের একাংশের মতে, অভিজ্ঞ শেরপারা, যে কোনও উপায়ে পর্বতারোহীকে উপায়ে নামিয়ে আনেন। সেই অভিজ্ঞ শেরপাদের অভাবেই কি ছন্দা গায়েন বা রাজীব ভট্টাচার্যের মতো পর্বতারোহীরা পাহাড়ের কোলে হারিয়ে যাচ্ছেন?
দক্ষ শেরপার অভাবেই কি হারিয়ে যেতে হল ছন্দা-রাজীবদের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 02:13 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -