কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। অভিজ্ঞ এই নেতাকে দলের পঞ্চায়েত কমিটির আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে।


বিজেপি সূত্রের খবর, মুকুল রায়ের সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করতে চাইছে দল। এখন, প্যানেলের আহ্বায়ক হওয়ার দরুন, তাঁকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেওয়া হল।


দলের পঞ্চায়েত সম্মেলনের পর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, দলের পঞ্চায়েত কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে মুকুল রায়কে। সহ-আহ্বায়ক হচ্ছেন শমিক ভট্টাচার্য।


গতবছর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার—সব সিদ্ধান্ত নেবেন মুকুল। বসু জানান, দল চাইছে, রাজ্যের প্রত্যেক পঞ্চায়েতে প্রার্থী দিতে।


প্রসঙ্গত, গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগঠনিক বিষয়গুলির ওপর জোর দিতে চাইছে গেরুয়া শিবির।