বাচ্চু দাস, দার্জিলিং: মুম্বইয়ের এক ব্যক্তির থেকে সংস্থায় বিনিয়োগের নামে ২ কোটি টাকা হাতানোর অভিযোগ। শিলিগুড়ির হোটেল থেকে গ্রেফতার ২ দুষ্কৃতী। বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করল মুম্বইয়ের লোকমান্য তিলক থানার পুলিশ।


মুম্বইয়ের বেসরকারি একটি সংস্থায় মোটা টাকা বিনিয়োগ করলে বড় অঙ্কের লাভ হবে। এই প্রলোভন দিয়ে মুম্বইবাসী এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি টাকা হাতানোর অভিযোগ। সোমবার দুপুর ১২ টা নাগাদ শিলিগুড়ির বিধান রোডের একটি হোটেলে হানা দিয়ে ২ জনকে গ্রেফতার করল মুম্বইয়ের লোকমান্য তিলক থানার পুলিশ।


পুলিশ সূত্রে খবর, ১৯ জুলাই মুম্বই লোকমান্য তিলক থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন,  ‘আওয়ারা পাওয়ার প্রাইভেট লিমিটেড’ নামে মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থা বিনিয়োগের নামে মোটা টাকা লাভের প্রলোভন দেয়। ফাঁদে পা দিয়ে মুম্বইয়ের একটি হোটেলে সংস্থার প্রতিনিধির হাতে ২ কোটি টাকা তুলে দেন তিনি।


অভিযোগ, টাকা হাতে পাওয়ার পর ওই ব্যক্তিকে রসিদের জন্য হোটেলের ঘরেই অপেক্ষা করতে বলার কথা বলে চম্পট দেয় সেই প্রতিনিধি।ফোনও সুইচড অফ করে দেয়।এরপর একাধিক দিন ওই সংস্থায় গিয়ে যোগাযোগের চেষ্টা করলেও, সেখানে তালা ঝোলানো ছিল বলে দাবি অভিযোগকারীর।


মুম্বইয়ের লোকমান্য তিলক থানা তদন্তে নেমে মুম্বই থেকে প্রাথমিকভাবে অভিযুক্ত সংস্থার ৪ প্রতিনিধিকে গ্রেফতার করে।কিন্তু, আরও ২ প্রতিনিধি মুম্বই থেকে পালিয়ে গেলে, তাঁদের মোবাইল নম্বর ট্র্যাক করে খোঁজ চলতে থাকে। শেষপর্যন্ত রবিবার রাতে শিলিগুড়ির একটি হোটেলে দুই পলাতক অভিযুক্তের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক হয়।


এরপরই শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সহযোগিতায়, পিছু ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করে মুম্বইয়ের লোকমান্য তিলক থানার পুলিশ।


মুম্বইয়ের লোকমান্য তিলক থানার এসআই সুদর্শন প্যাটেল বলেছেন,  আমাদের কাছে ১৯ তারিখ অভিযোগ দায়ের করা হয়। ২ কোটি টাকা লগ্নির নামে আওয়ারা পাওয়ার প্রাইভেট লিমিটেড নামে নেয়। সংস্থা থেকে বলে কয়েক ঘণ্টা পর রসিদ দিচ্ছি। ফোন সুইচ অফ। পরের দিন অফিস গিয়ে দেখা যায় তালা দেওয়া।


পুলিশ সূত্রে খবর,কীভাবে, কতদিন ধরে সংস্থাটি প্রতারণার জাল বিছিয়েছিল? জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় লোকমান্য তিলক থানা।