বাচ্চু দাস, শিলিগুড়ি: বড়সড় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হল ২ জনকে। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের সোনাচান্দি চা বাগান সংলগ্ন ঘোষপুকুর-খড়িবাড়ি এলাকায়। এখানকার জাতীয় সড়কের ওপরই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল গত ২২ জুলাই। ছিনতাই এর ঘটনায় দুজনকে গ্রেফতার করলেও বাকিরা অধরা,উদ্ধার হয়নি এখনও লুঠের সম্পূর্ণ টাকা। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আর তার জন্যই অভিযুক্তদের আপাতত ১৪ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। সেই আবেদন মঞ্জুরও করেছে শিলিগুড়ি আদালত।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি ব্লকের সোনাচান্দি চা বাগান সংলগ্ন ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের ওপর গত ২২শে জুলাই নগদ ২৬ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। থানজোড়া চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এক বুলেরো গাড়ি ও চারটি মোটর সাইকেল বন্দুক দেখিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে ছিনতাই করে। গোটা ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে পড়ে দার্জিলিং জেলা পুলিশ ও খড়িবাড়ি পুলিশ। তদন্তে নেমে পুলিশ ছিনতাই এর ঘটনায় জড়িত থাকায় অনিল টুডু ও সাধন চন্দ্র দাসকে গ্রেফতার করে। ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সুদেব বাসুনিয়া জানান তদন্তের জন্য ধৃত দুজনকে ১৪ দিনের রিমান্ড চায় আদালতের কাছে খড়িবাড়ি থানার পুলিশ। আদালত তাদের এই আবেদন মেনে নিয়েছেন।